google-site-verification=i37tKto4NsdzHHr0eYtOQTWzUSb2rcn5uhnnZIJNEKw

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ রুটিন

ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, রিটেইক ও মান-উন্নয়ন) পরীক্ষা- ২০২১ এর সংশোধিত সময়সূচি:

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় পরিচালিত ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, রিটেইক ও মান-উন্নয়ন) পরীক্ষা -২০২১ নিম্নোক্ত সংশোধিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।

বিশেষ নির্দেশাবলী : ১. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে

২. ব্যবহারিক বিষয়ের পরীক্ষা সকাল ১০.০০ টা হতে আরম্ভ হবে

৩. পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৭ (সাত) দিন পূর্বে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবে

৪. প্রত্যেক পরীক্ষার্থী নিজ নিজ উত্তরপত্রে OMR ফরমে তার পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোনো অবস্থাতেই মার্জিন কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না

৫. ব্যবহারিক সম্বলিত বিষয়ে তত্ত্বীয় ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে

৬. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে ও ব্যবহারিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

৭. ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই স্বাক্ষরলিপি ব্যবহার করতে হবে

৮. প্রত্যেক পরীক্ষার্থী কেবলমাত্র প্রবেশপত্রে বর্ণিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না

৯. কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবে না এবং কোন পরীক্ষার্থী কেন্দ্রে মোবাইল ফোন ও যে কোনো ধরণের ইলেক্ট্রনিক্স ডিভাইস সঙ্গে রাখতে পারবে না ১০.পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd এ পাওয়া যাবে।

পরীক্ষা চলাকালীন অন্তত ০২ (দুই) বার (সকাল ও বিকাল) উক্ত ওয়েব সাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, ডাকযোগে পরীক্ষা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রেরণ করা হবে না

প্ৰত্যুত্তৰ দিয়ক

আপোনৰ ইমেইল ঠিকনাটো প্ৰকাশ কৰা নহ’ব। প্ৰয়োজনীয় ক্ষেত্ৰকেইটাত * চিন দিয়া হৈছে