google-site-verification=i37tKto4NsdzHHr0eYtOQTWzUSb2rcn5uhnnZIJNEKw

Parts of speech in Bangla Grammar [পার্টস অফ স্পিচ বাংলা ]

Parts of Speech in bangla

Part মানে ‘অংশ’ আর speech মানে বাক্য। সুতরাং Part of Speech মানে বাক্যের অংশ”

Sentence এ ব্যবহৃত প্রত্যেকটি word কে এক একটি Part of Speech বলা হয়।

(Studyguidebd , Parts of speech সম্পর্কে একটি পূণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করেছে, আশা করি আপনি/আপনারা এই কন্টেন্টে থেকে একটি ভালো ধারণা পাবেন। সম্পূর্ণ কন্টেন্টটি পড়ার জন্য অনুরোধ করা হলো।)

Classifications of Parts of speech in bangla

ইংরেজি grammar-এ বাক্যে ব্যবহৃত শব্দগুলোকে তাদের কাজ অনুসারে ৮টি শ্রেনিতে ভাগ করা হয়েছে। যেমন:

1. Noun

2. Pronoun

3. Adjective

4. Verch

5. Adverb

6. Preposition

7. Conjunction

8. Interjection

Defination of 8 parts of speech in bangla:

৮টি Parts of speech এর সংজ্ঞা ও উদাহরণ ব্যাখ্যাসহ আলোচনা করা হলো।

1. Noun (বিশেষ্য): parts of speech in bangla

যে word দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, তাকে noun বলে।

যেমন: Honesty is the best Policy. Walking is a good exercise.

ওপরের বাক্যগুলোতে Underlined করা শব্দ দিয়ে নাম প্রকাশ করা হয়েছে। যেমন: Honesty একটি গুনের নাম;’Walking’ একটি কাজের নাম। অতএব এগুলো হল Noun. বাক্যে Noun এর অবস্থান প্রথমে।

Points to Remember:

  • এটি কে?’ বা এটি কী? এরকম প্রশ্নের উত্তরে আমরা যে শব্দটি পেয়ে থাকি সেটিই Noun.
  • ব্যক্তি বা বস্তু নিজে noun নয়; এর নামটি শুধু Noun.

2. Pronoun (সর্বনাম) : parts of speech in bangla

Pronoun শব্দটি pro ও noun এর সমন্বয়ে গঠিত। ‘Pro’ অর্থ পরিবর্তে। সুতরাং noun এর পরিবর্তে যে word ব্যবহৃত হয় তাকে pronoun বলে, যেমনঃ Hafsa is nurse. She looks after patients. Dhaka is a big city. It has about ten million people.

উপরের বাক্যগুলোতে she, it যথাক্রমে পূর্ববর্তী বাক্যের Hafsa Dhaka ইত্যাদি noun গুলোর পরিবর্তে ব্যবহৃত হয়েছে। সুতরাং এগুলো হলো pronoun. বাক্যে Pronoun এর অবস্থান প্রথমে Subjective case।

Points to Remember:

  • বাংলায় যেমন সর্বনামের উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং নাম পুরুষ হয়, তেমনি ইংরেজিতে pronoun এর first person, Second person, এবং Third person হয়।
  • আমি, আমরা, আমাকে, আমাদেরকে, আমাদের, আমার বোঝাতে Pronoun এর first person হয়, যেমন: I, we, me, ws, my, mine, our,ources.
  • তুমি, তোমরা, তোমাকে, তোমাদেরকে, তোমাদের, তোমার বোঝাতে Pronoun এর Second person হয়। যেমন: you, youre, yours,
  • সে তার, তাকে তাদের, তাদেরকে, ইহা, ইহারা, ইহাকে, ইহাদেরকে ইহার বোঝাতে Promoun এর Third person হয়। যেমন: He, She, his him her hero it, they them, their its theirces.

Pronoun কেন ব্যবহার করা হয়?

  • একই noun বারবার ব্যবহার করলে ভাষা শ্রুতি কটু হয়। তাই ভাষাকে শ্রুতিমধুর করার জন্য একই noun বারবার ব্যবহার না করে, ঐ noun এর পরিবর্তে Pronoun ব্যবহার করা হয়।

3. Adjective (বিশেষণ): parts of speech in bangla

যে word দ্বারা noun বা pronoun এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমান ইত্যাদি প্রকাশ পায়, তাকে adjective বলে।

Rumana is an intelligent girl. The elephant is a large animal.

• উপরের বাকগুলোতে intelligant, large শব্দ গুলো girl animal গুলোর পূর্বে বসে সেগুলো কী ধরনের তা আমাদের বলছে, অর্থাৎ noun গুলোকে বর্ণনা করছে। সুতরাং এগুলো adjective .

আরও কিছু adjective এর উদাহরণ হচ্ছে goodbod, ill,red one,two much, many, honest. clever, foolish ইত্যাদি।

Note: অনেক সময় ‘adjective noun এর পরে বসে ও তাকে qualify করতে পারে, The boy is good.

4. Verb (ক্রিয়া): parts of speech in bangla

যে word দ্বারা কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায় তাকে verb বলে।

Fahim plays cricket. He catchers fish.

• ওপরের বাক্যগুলো plays, catcher হচ্ছে Verb. আরও কিছু verb হচ্ছে is, looks, be, have, eat, read, learn, think, open, write, erase ইত্যাদি।

5. Adverb (ক্রিয়া বিশেষন): parts of speech in bangla

যে শব্দ দ্বারা কোনো একটি কাজ কীভাবে, কখন বা কোথায় হয় তা বোঝানো হয় এবং সে শব্দ কোনো adjective, preposition, conjunction কিংবা অন্য কোনো adverb এর পূর্বে বসে সেগুলো সর্ম্পকে অতিরিক্ত কিছু বলে থাকে তাকে adverb বলে। যেমন: Afridi plays cricket well. Marcuf goes to bed eardy.

• ওপরে প্রথম বাক্যে well শব্দটি দ্বারা আফ্রিদি কেমন ক্রিকেট খেলে তা বোঝানো হচ্ছে। দ্বিতীয় বাক্যে early শব্দটি দ্বারা মারুফ কখন ঘুমাতে যায় তা বুঝানো হচ্ছে। তাই এগুলো adverb.

The gird is vercy beautiful. The bird flew exactly over our head.

• ওপরের ১ম বাক্যে ‘very’ শব্দটি “beautiful’ adjective কে modify করেছে। হয় বাক্যে ‘exactly’ শব্দটি ‘Over’ Preposition কে modify করেছে। সুতরাং verry, exactly শব্দগুলো adverb.

Points to Remember:

• adjective ও adverb উভয় বর্ণনামূলক শব্দ Adjective বর্ণনা করে কোনো noun কিংবা pronoun কে, আর adverb বর্ণনা করে verb, adjective, preposition, conjunction বা অন্য কোনো adverb-কে ।

6. Preposition (পদান্বয়ী অব্যয়): parts of speech in bangla

Pre অর্থ পূর্বে আর position অর্থ অবস্থান। সুতরাং যে word কোনো noun বা pronoun এর পূর্বে বসে সে noun বা pronoun এর সাথে বাক্যের অন্তর্গত অপর কোনো word এর সম্বন্ধ প্রকাশ করে তাকে preposition বলে।

The students are in the class. The lamp is on the table.

• ১ম বাক্যে in শব্দটি student 3 Class এর মধ্যে; ২য় বাক্যে on শব্দটি lamp 3 Table এর মধ্যে সর্ম্পক বোঝাচ্ছে। সুতরাং in, on শব্দটি preposition.

আরও কিছু preposition এর উদাহরন হচ্ছে – at, of, to, from, by, into, fort, with, about, without, before, after, within, over ইত্যাদি।

7. Conjunction (সংযোজক অব্যয়): parts of speech in bangla

con মানে ‘একত্র এবং junction মানে ‘সংযোগ’ conjunction ‘একত্রে সংযোগ’ যে word একটি word এর সঙ্গে অন্য একটি word কে, অথবা একটি sentence এর সঙ্গে অন্য একটি sentence কে সংযুক্ত করে, তাকে Conjunction বলে। Follow Our Facebook Group – Liza and lina are good girls Preparation (2022) 44th Bcs Preliminary Learn your lesson orc leave the class.

• ১ম বাক্যে and শব্দটি Liza এবং Lina এই word দুটিকে সংযুক্ত করেছে। ২য় বাক্যে or শব্দটি Learn your lesson এবং leave the class এই বাক্য দুটিকে সংযুক্ত করেছে। সুতরাং and 3 or হলো conjunction. আরও কিছু প্রচলিত conjunction – yet, if, though, – since, last, unless, untill, because ইত্যাদি।

8. Interjection (অনন্বয়ী অব্যয়): parts of speech in bangla

যে শব্দ দিয়ে মনের আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ করা হয়, তাকে interjection বলে। যেমন: Ah! This tea is nice. Oh! what a beautiful bird.

• এখানে oh দ্বারা বিস্ময় ও Ah দ্বারা আনন্দ প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এগুলো দ্বারা মনের অনুভূতি প্রকাশ পাচ্ছে। সুতরাং এগুলো Interjection.

আপনি যদি ইংরেজি গ্রামারে দক্ষ না হয়ে থাকেন বা ইংরেজি গ্রামারের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু নিজে নিজে ভালো কিছু আয়ত্ত করতে পারছেন না। সে ক্ষেত্রে আপনাকে পরামর্শ দিব 10 মিনিট স্কুলের এই ভিডিওটি দেখতে পারেন। আমি আশা করি ভিডিওটি আপনার ইংরেজি শিখতে যথেষ্ট সহযোগিতা করবে।

Read More:

What is sentence, kinds of sentence, exclamatory sentence structure

The right form of verbs exercise with answer PDF

Completing Sentence Exercise for SSC All Board Q&A