google-site-verification=i37tKto4NsdzHHr0eYtOQTWzUSb2rcn5uhnnZIJNEKw

Easy process of teaching of tense

Sure, here is a teaching of tense rules, structure, examples, and Bangla explanations for each tense:

What is tense? / Tense কাকে বলে?/টেন্স কাকে বলে?

ক্রিয়া সম্পাদনের সময়কে Tense বা কাল বলে।

Tense 3 প্রকার:

নিচে টেন্স এর চিনিবার উপায়, সংজ্ঞা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হলো:

1. Present tense

2. Past tense ও

3. Future tense.

প্রত্যেক Tense চার প্রকার।

যেমন President tense এর ক্ষেত্রে

যথা: 

  1. Present indefinite tense
  2. Present continuous tense
  3. Present perfect tense.
  4. Present perfect continuous tense.

Structure of tense pdf

Name of tenseStructure of tense
Present indefinite tenseSubject+ verb (base form) + object
Present continuous tenseSubject + am/is/are + (v+ing)+object.
Present perfect tenseSubject +  have/has+Verb(p.p form)+object.
Present perfect continuous tense Subject +have been/has been+ (v+ing)+object. 
Past indefinite tenseSubject+ verb (past form) + object
Past continuous tenseSubject + was/were+ (v+ing)+object.
Past perfect tenseSubject +had+Verb(p.p form)+object.
Past perfect continuous tense Subject +had been+ (v+ing)+object. 
Future indefinite tenseSubject +shall/will+verb (base form) + object
Future continuous tenseSubject +shall be/ will be + (v+ing)+object.
Future perfect tenseSubject + shall/will have+Verb(p.p form)+object.
Future perfect continuous tense Subject + shall/will + have been+ (v+ing)+object. 

Now I will explain all the tense with definition, structure, example etc. and are given them below.

Definition and structure of Present Indefinite Tense:

Rules: This tense is used to describe habitual actions or actions that occur regularly.

(বর্তমান কালে অনির্দিষ্ট সময় কোন কাজ হয় বা হয়ে থাকে এরুপ বোঝালে Verb এর আকারের যে পরিবর্তন, তাকে Present Indefinite Tense বলে।

চিনিবার উপায়: বাংলা বাক্যে ত্রিয়ার শেষে অ/ই/এ/ও/য় থাকে।

যেমন: সে বই পড়ে (এই বাক্যে  ক্রিয়া পড়ে= পড়+এ) অর্থাৎ ক্রিয়ার শেষে এ আছে, একারনে এই বাক্যটি Present indefinite tense হবে।

Structure: Subject + Verb (base form) + object.

Subject 3rd person singular number হলে নিম্নের sturcture টি ফলো করবেন। 

Structure: Subject + base verb + -s/-es for third person singular+object.

3rd person singular number চিনিবার সহজ উপায়: I ও You ব্যতীত সকল প্রকার একবচন Noun/pronoun ।

যেমন: ‍সালাম প্রতিদিন নামাজ পড়ে। (Salam prays his namaz.)

You may read:

Examples of present indefinite tense

  • আমার কাকা কার গাড়ি চালায়: My uncle drives a car.
  • সে প্রত্যহ সকালে হাটে:  He walks every morning. 
  • I walk to work every day. (আমি প্রতিদিন কাজে হাটি)
  • She sings in the shower every morning. (সব সকাল তিনি শারীরে গান গাই)

Some important issue of present indefinite tense are given below:

  1. এছাড়া চিরন্তন সত্য, কোন অভ্যাস বা প্রতিদিনের ঘটনা বর্ণনা করলে সেসব ক্ষেত্রে Present Indefinite Tense হবে।
  2. বাক্যের মধ্যে everyday, daily, usually, regularly etc শব্দ থাকলে Present Indefinite Tense হবে।

Definition and structure of Present Continuous Tense:

This tense is used to describe actions that are happening right now.

( অতীতে কোন কাজ শুরু হয়ে বর্তমানে চলছে, এরুপ বোঝালে Verb এর আকারের যে পরিবর্তন, তাকে Present continuous Tense বলে।

চিনিবার উপায় : বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ( ইতেছি/ইতেছ/ইতেছো/ইতেছে/ইতেছেন -সাধু ভাষা) থাকে।

  • আমি এখন সকালের নাস্তা খাইতেছি। এখানে ক্রিয়া (খাই + তেছি)

Structure of Present Continuous Tense : Subject + am/is/are + Verb + -ing+object.

Examples of Present Continuous Tense:

  • I am eating breakfast now. (আমি এখন সকালের নাস্তা খাচ্ছি)( খাইতেছি চলিত)।
  • They are playing football in the park. (তারা পার্কে ফুটবল খেলছে)

বাক্যে Now, at this moment word থাকলে Present continuous Tense হবে।

Definition and structure of Present perfect Tense:

Rules: This tense is used to describe actions that occurred in the recent past and have relevance to the present.

(কোন কাজ অতীতে আরম্ভ হয়ে, অতীতেই শেষ হয়েছে কিন্তু ফল টা বতর্মান এরুপ বোঝালে, Verb এর আকারের যে পরিবর্তন, তাকে Present Perfect Tense বলে।

চিনিবার উপায়: বাংলা বাক্যে ক্রিয়ার শেষে য়েছ/য়েছে/য়াছে/য়াছো (ইয়েছ/ইয়েছে/ইয়াছে/ইয়াছো-সাধু ভাষা) থাকে।

Structure: Subject + has/have + Verb (past participle)+object.

Examples of Present Perfect Tense:

  • She has finished her homework. (তিনি তার গৃহকাজ শেষ করেছেন)
  • They have visited the museum before. (তারা আগে মিউজিয়ামে ভিসিট করেছে)

বাক্যে Recently/lately/just now  ইত্যাদি শব্দ থাকলে Present Perfect Tense হয়।

Definition and structure of Present perfect continuous Tense:

  1. Rules: This tense is used to describe actions that started in the past and are still happening in the present.

(বর্তমানে নির্দিষ্ট সময় ধরে কোন কাজ চলিতে থাকলে  Verb এর আকারের যে পরিবর্তন, তাকে Present Perfect Tense বলে।

চিনিবার উপায়: বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ইতেছি/ইতেছ/ইতেছো/ইতেছে/ইতেছেন থাকে এবং বাক্যের মধ্যে ধরে/যাবৎ/হইতে শব্দের উল্লেখ থাকে।

যেমন: রহিমা তিন ঘন্টা যাবৎ বই পড়িতেছে। এখানে ক্রিয়ার শেষেের ইতেছে আছে এবং বাক্যে যাবৎ শব্দের উল্লেখ আছে।

Structure: Subject + has/have + been + (Verb + ing)+object +for/since +time.

কিভাবে বাংলা হতে ইংরেজিতে অনুবাদ করবেন:

যাবৎ/ধরিয়া থাকলে for  এবং হতে থাকিরে since ব্যবহুত হবে।

Examples of tenses

  • I have been studying for three hours. (আমি তিনঘণ্টা ধরে পড়াশোনা করছি)
  • They have been waiting for the bus since morning. (তারা সকাল থেকে বাসের জন্য অপেক্ষা করছে)

Past tense

Past tense চার প্রকার:

  1. Past indefinite tense
  2. Past continuous tense
  3. Past perfect tense
  4. Past perfect continuous tense

Definition and structure of Past indefinite tense:

Rules: This tense is used to describe actions that happened in the past.

অতীত কালে অনির্দিষ্ট সময় কোন কাজ হয়েছিল বা হতো এরুপ বোঝালে, Verb এর আকারের যে পরিবর্তন, তাকে Past indefinite Tense বলে।

চিনিবার উপায়: বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ল/লে/লাম/ত/তে/তাম থাকবে।

যেমন: রানা স্কুলে গিয়েছিল । (এই বাক্যে ত্রিয়া হলো গিয়েছিল, এখানে শেষে ল আছে।

Structure: Subject + Verb (past form)+object.

  • বাক্যের মধ্যে Last/ago/পূর্বের কোন সাল বা তারিখ থাকলে Past indefinite Tense হয়। 
  • কোন অভ্যাস বোঝালে Past indefinite tense হয়।

যেমন: বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে। ( এই বাক্যে সাল উল্লেখ আছে, ফলে এটি একটি Past indefinite tense এর উদাহরণ।

Bangladesh gained independence in 1971.

Examples of tenses

  • রানা ভাত খেয়েছিল. (Rana ate rice).
  • রহিমা গতরাতে ভাত রান্না করেছিল. (Rahima cooked rice last night).
  • She danced at the party last night. (তিনি শেষ রাতে পার্টিতে নাচলেন)।
  • They visited their grandparents last week. (তারা গত সপ্তাহে তাদের নানু-নানী বাড়ি ঘুরে আসে)।

Definition and structure of Past Continuous Tense: 

Rules: This tense is used to describe actions that were happening in the past at a specific moment.

অতীতকালে কোন কাজ শুরু হয়ে অতীতকালেই চলছিল এরুপ বোঝালে Verb এর আকারের যে পরিবর্তন, তাকে Past Continuous Tense বলে।

চিনিবার উপায়: বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ইতেছিল/ইতেছেল/ইতেছিলাম/ইতেছিলেন থাকে।

Structure: Subject + was/were + (Verb + ing) + object.

শ্যামল স্কুলে যাইতেছিল। এখানে ক্রিয়া যা+ইতেছিল= যাইতেছিল, একারণে এটি Past continuous tense.

কিভাবে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করবেন:

I  এবং  3rd person singular number এর পর was বসবে এবং অবশিষ্ট Person এ were বসবে।

Examples of tenses

  • শ্রীকান্ত বই পড়িতেছিল: Sreekanto was reading a book. 
  • আমার কাকা কার গাড়ি চালাইতেছিল (চালাচ্ছিল-চলিত ভাষা): My uncle was driving a car.
  • সালাম নামাজ পড়াতে মসজিদে যাইতেছিল (যাচ্ছিল): Salam was going to the Mosque to pray his namaz.
  • Example: They were eating dinner when the phone rang.

Definition and structure of Past Perfect Tense

Definition: The past perfect tense is used to describe actions that were completed before another past action.

অতীতকালে দুইটি কাজ সংঘটিত হয়েছিল, উহাদের মধ্যে একটি আগে এবং অন্যটি পরে সংঘটিত  হয়েছিল, আগে সংঘটিত কাজের Verb এর আকারে যে পরিবর্তন তাকে Past perfect tense বলে।

চিনিবার উপায় : অতীতকালে দুটি কাজ সংঘটিত হবে , তাদের মধ্যে একটি আগে ও অন্যটি পরে  সংঘটিত হয়েছিল এবং  এই বাক্য দুইটির  মধ্যে পূর্বে বা পরে কথার উল্লেখ থাকবে। পূর্বে সংঘটিত কাজটি হল Past perfect tense এবং পরে সংঘটিত কাজটি হল Present indefininte tense হবে।

Structure: Subject + had + past participle+object.

কিভাবে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করবেন:

  • একবাক্যে দুইটি tense থাকার কারণে অনেকে ভুল করে tense নির্বাচন করতে এজন্য বাক্যটি ভাল করে পড়ে নিবেন। এরপর কোন কাজটি আগে হয়েছে সেটা নির্বাচন করবেন।
  • এভাবে কোন কাজটি আগে হয়েছে তা নির্বাচন করতে সমস্যা হলে“ আগে/পূর্বে” শব্দের পরের বাক্যএবং ”পর”  শব্দের আগের  বাক্য উভয়ই আগে সংঘটিত হয়েছিল এবং এগুলাই  past perfect tense।

যেমন: শিক্ষক শ্রেনি কক্ষে প্রবেশ করার পর ছাত্রছাত্রী উঠে দাড়িয়েছিল।

এখানে  ”পর” শব্দের আগের বাক্যটি আগে সংঘটিত হয়েছে এবং এটি Past perfect tense  ও অন্যটি বাক্যটি Past indefinite tense হবে।

বিঃ দ্রঃ পূবে/আগে/পরে শব্দের পরের বাক্যটি প্রথমে অনুবাদ করতে হবে।

শিক্ষক শ্রেনি কক্ষে প্রবেশ করার পর ছাত্রছাত্রী উঠে দাড়িয়েছিল। 

The students stood up after the teacher had come in the classroom.

Examples of Past perfect tenses

  • Example: She had finished her homework before she went to bed.(তিনি বিছানায় যাবার পূর্বে বাড়ির কাজ শেষ করেছিলেন।
  • আমরা স্কুলে পৌছাবার পর ঘন্টা বজিল। ( The bell rang after we had reached the school.
  • ডাক্তার আসিবার পূর্বে রোগিটি মারা গেল. (The patient had died before the doctor came.)

Definition and structure of Past Perfect Continuous Tense

Definition: The past perfect continuous tense is used to describe actions that were happening for a continuous period before another past action.

অতীত কালে সময়ের উল্লেখে কোন কাজ সংঘটিত হলে, Verb এর আকারে যে পরিবর্তন তাকে Past perfect continuous tense tense বলে।

Structure: Subject + had + been + present participle (-ing form)+for/since+time.

তিনি ২ ঘন্টা যাবৎ বই পড়িতেছিল। ( He had reading a book for two hours.)

Before/after দ্বারাও এ  Tense করা যেতে পারে। 

যেমন:

Examples of past perfect continuous tenses 

  • He had been working all day before he finally took a break.

Definition and structure of Future indefinite Tense

Definition: The simple future tense is used to describe actions that will happen in the future.

ভবিষ্যতে কোন কাজ হবে,  এরুপ বোঝালে Verb এর আকারে যে পরিবর্তন তাকে Future indefinite tense বলে।

চিনিবার উপায়: বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ব/বে/বেন থাকে।

Structure: Subject + will + base verb+ object.

বাক্যের মধ্যে Nextv/tomorrow থাকলে Future Indefinite tense হয়।

examples of tenses

  • আমি আগামীকাল ঢাকা যাবো। (I shall go to Dhaka.)
  • He will read a book. (সে বই পড়বে।)
  • আজ বৃষ্টি হবে। (It will rain today).
  • They will go to the cox’sbazar next year. (তারা আগামী বছর কক্সবাজার যাবে।)

Definition and structure of Future Continuous Tense

Definition: The future continuous tense is used to describe actions that will be happening at a specific time in the future.

ভবিষ্যৎ কালে কোন কাজ শুর হয়ে, ভবিষ্যৎকালে চলিতে থাকবে এরুপ বোঝালে Verb এর আকারে যে পরিবর্তন তাকে Future  continuous tense বলে।

চিনিবার উপায়: বাংলা বাক্যে ক্রিয়ার তে-থাকবে/তে-থাকিব/তে-থাকিবেন থাকে।

Structure: Subject + will + be + present participle (-ing form)+object.

  • Example: We will be eating dinner at 7 pm tonight.

Definition and structure of Future Perfect Tense

Definition: The future perfect tense is used to describe actions that will be completed before a specific time in the future.

চিনিবার উপায়: বাংলা বাক্যে ক্রিয়ার য়া-থাকবে/য়া-থাকিব/য়া-থাকিবেন থাকে।

Structure: Subject + will + have + past participle+boject.

  • Example: By the time she arrives, he will have finished his work.

Definition and structure of Future Perfect Continuous Tense

Definition: The future perfect continuous tense is used to describe actions that will have been happening for a continuous period before a specific time in the future.

চিনিবার উপায়: বাংলা বাক্যে ক্রিয়ার তে-থাকবে/তে-থাকিব/তে-থাকিবেন থাকে  এবং শেষে সময়ের উল্লেখ থাকিবে।

Structure: Subject + will + have been + present participle (-ing form)+for/since+time.

  • Example: He will have been playing soccer for two hours by the time the game ends.

প্রিয় শিক্ষার্থী, সম্পূর্ন কনটেন্টটি আমি নিজে লিখেছি। আমি আশা করি এটি অনেক সহজ ও সাবলীল ভাবে লেখা । আপনি একবার সম্পুর্ণ কনটেন্টটি শেষ করুন। দেখেবেন Teaching of tense এর ৫০% আয়ত্বে চলে এসেছে।

নিয়মিত আপডেট হবে এবং আরও সহজে উপস্থাপন করা হবে। পিডিএফ লাগলে কমেন্টে আপনার ইমেইর ঠিকানা লিখুন।ধন্যবাদ।

I hope this helps!